হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গী মোল্লাবাড়ি এলাকায় নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সফিক মোড়ল জানান, মোল্লাবাড়ি এলাকায় (এসএ-২৫৩,১৬৯, আরএস-১৬০,১৬২, দাগনং-৬১,৬২ ও ৬৩, আউচপাড়া মৌজায়) পৈত্রিকসূত্রে প্রাপ্ত সফিক মোড়লের ৭ কাঠা জমির উপর বাড়ি নির্মাণ করছিলেন। পরে ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার প্রভাব খাটিয়ে তার অনুসারি সাহাবুদ্দিন জমিটি দখল করে রাখেন।

এ ঘটনায় সফিক মোড়ল গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সফিক মোড়লের পক্ষে রায় দেন। সফিক ওইস্থানে আদালতের রায় সংবলিত সাইনবোর্ড টানিয়ে দিলে রাতের আঁধারে সাহাবুদ্দিনের লোকজন তা খুলে নিয়ে যায়। একপর্যায়ে আজ বুধবার দুপুরে সফিক মোড়লের লোকজন ওই জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরু, ৫৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুন, জিহাদসহ একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা সফিক মোড়লের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

সফিক মোড়ল আরও জানান, জমিটি আমি পৈত্রিকসূত্রে মালিক হয়েছি। এখানে অন্য কারো মালিকানা দাবি করার প্রশ্নই উঠে না। নূরুল ইসলাম নূরু ভূয়া দলিলমূলে মালিক সেজে এরশাদনগরের সন্ত্রাসী নিয়ে দখলের পায়তারা করছে।এঘটনায় আমি থানায় মামলা করবো।

এ ব্যাপারে সফিক মোড়লের নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনাটি অস্বীকার করে নূরুল ইসলাম নূরু বলেন, ওই বাড়িটি আমরা চারজন সাহাবুদ্দিনের স্ত্রীর কাছ থেকে ১৫/২০ দিন আগে বায়না করেছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উজিরপুর-বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরি সিলগালা

বিএনপি নেতা হাবিবুর রহমানকে জামায়াত নেতার চ্যালেঞ্জ

১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

ছুটি ছাড়া টানা ৮৭ দিনই কর্মস্থলে অনুপস্থিত পৌরসভার প্রকৌশলী

হাসিনার মাধ্যমে এদেশে ইসলাম বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি-জামায়াতের সমন্বয় সভা

অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকার মুক্তিপণে মুক্তি নুরুল ইসলাম

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু