হোম > সারা দেশ > চট্টগ্রাম

শতবর্ষী মা সহিনার খোঁজ নেন না তিন সন্তান

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

বয়সের ভারে নুয়ে পড়েছেন শতবর্ষী সহিনা বিবি। ঠিকমতো করতে পারেন না চলাফেরা, চিনতে পারেন না কাউকে। তার রয়েছে তিন পুত্রসন্তান। এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন তার স্বামী। এখন জীবনের শেষ সময়ে পাশে নেই কেউ।

বিধবা সহিনা বিবি এখন ভাঙাচোরা মাটির বিছানায় পড়ে আছেন। অসুস্থতার কারণে ঘরেই মল-মূত্র ত্যাগ করেন। বাড়ির প্রতিবেশীরা খাবার দিলেও পরিচর্যা, সেবা-যত্ন কিংবা মল-মূত্র পরিষ্কার করার মতো কেউ নেই। জীবনের শেষ প্রহরে চরম অবহেলায় কাটছে তার দিনগুলো। সহিনা বিবি কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আবু মিয়ার স্ত্রী।

সোমবার বিকালে দেখা যায়, জরাজীর্ণ টিনের ঘরের মাটির বিছানায় ছেঁড়া কাঁথা গায়ে শুয়ে আছেন শতবর্ষী সহিনা বিবি। ঘরের ফাঁক দিয়ে ঢুকছে ঠান্ডা বাতাস।

স্থানীয়রা জানান, সহিনা বিবির তিন ছেলে রয়েছে। একজন পরিবারসহ ঢাকা থাকেন। আরেকজন কুমিল্লার চান্দিনায় এবং অপরজন একই গ্রামে আলাদা বাড়ি বানিয়ে থাকেন। একসময় ছেলেরা পাশে থাকলেও এখন কেউই তার খোঁজ-খবর নেন না।

তারা আরো জানান, এই বৃদ্ধার নামে সরকারি বিধবা ভাতা আসে, তাও তিনি পান না। সহিনা বিবির জন্য প্রশাসনকে কিছু করতে বলেছেন স্থানীয়রা।

এদিকে সহিনা বিবির ছেলেদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে কল করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ

নোবিপ্রবিতে রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লোকসানের শঙ্কা, আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এমন ভাষা আ.লীগও ব্যবহার করতো, শাহাজাহান চৌধুরীকে বিএনপি প্রার্থী

আপনার পত্রিকা থাকবে কিন্তু আপনি থাকবেন না

মাটিকাটা বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

দেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেব না: মামুনুল হক

আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন

মাদক মামলায় মায়ের যাবজ্জীবন, দুই সন্তানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মা–দুই সন্তানের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে স্বামী হেফাজতে