হোম > সারা দেশ > খুলনা

আড়াই কোটি টাকার কাজে অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

নিম্নমানের ইট, বালু এবং খোয়া ব্যবহার করে চলছে নির্মাণকাজ। ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসনহাটী থেকে সানবান্ধা গ্রাম পর্যন্ত এক হাজার মিটার এলজিইডির রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী। নিম্নমানের ইট, বালু এবং খোয়া ব্যবহার করে চলছে নির্মাণকাজ। এতে নির্মাণের অল্প কিছুদিনের মধ্যেই রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। রাস্তার কাজ প্রতিনিয়ত চলমান থাকলেও কাজের তদারকির কেউ নেই। ফলে সংশ্লিষ্ট ঠিকাদার ইচ্ছামতো কাজ করছেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রাস্তাটির কাজ শুরু হলেও রাস্তার কাজ এখনো শেষ করতে পারেনি। সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির নির্মাণকাজ করছে। এলজিইডির প্রায় আড়াই কোটি টাকা প্রকল্পের এই কাজে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি নির্মাণের কয়েক মাস আগে নিম্নমানের ইট রাস্তার পাশে রেখে খোয়া তৈরি করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে নিম্নমানের ইট তুলে ভালো ইট দিয়ে কাজ করার কথা বলা হলেও কেউ কর্ণপাত করেনি।

স্থানীয় বাসিন্দা আনিচুর রহমান বলেন, নিম্নমানের ইট বালু দিয়ে আমাদের এলাকার রাস্তা নির্মাণের ব্যাপারে প্রতিবাদ করে কোনো সমাধান হচ্ছে না।

কালীগঞ্জ এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী এবং রাস্তাটির দায়িত্বরত কর্মকর্তা জুলহাজ উদ্দীনকে কাজের সাইডে গিয়ে দেখা মেলেনি। পরবর্তীতে অফিসে গিয়ে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, নির্মাণসামগ্রীর মান ঠিক আছে। সেগুলোর আলাদা আলাদা মান যাচাইয়ের জন্য ল্যাব টেস্ট রিপোর্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

এ বিষয়ে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মীর শহিদুল মানিক বলেন, রাস্তার কাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। ইট-বালু ভালো মানের দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ার স্যার দেখেছেন। রাস্তার কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী ল্যাব টেস্ট আছে বলে তিনি দাবি করেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, আমি রাস্তাটি দেখে অনিয়ম পেলে অবশ্যই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, নিয়ম বহির্ভূতভাবে রাস্তার কাজ করার কোনো সুযোগ নেই।

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথে স্কপের অবরোধ

ঘোড়াশাল সার কারখানার একাধিক ভবনে ফাটল

দুই স্টেশনে লাগেনি উন্নয়নের ছোঁয়া, মানুষের ভোগান্তি

আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

পঞ্চগড়ে শীতজনিত রোগে ৪০ পশুর মৃত্যু, আক্রান্ত পাঁচ শতাধিক

রাজশাহীর চার আসনে প্রার্থিতা নিয়ে অস্থিরতা

বিদেশে বসে চট্টগ্রামের অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ, নিষ্ক্রিয় পুলিশ

চট্টগ্রামে পোশাক কারখানা ও বেকারির আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

দুর্নীতির অভিযোগে দুই মামলা: ডিসি সালাহউদ্দীন ও যুবদল সভাপতিসহ আসামি ৯