মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী এলাকায় আলুর ক্ষেতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন সামসু বেপারী নামের এক কৃষক।
রোববার (৭ই ডিসেম্বর) সকালে আলুর জমিতে কাজ করার সময় হঠাৎ সাপটি তাকে কামড় দেয়। সাথে থাকা শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করেন এবং ক্ষেতে থাকা সরঞ্জাম ব্যবহার করে সাপটিকে আটক করে বস্তায় ভরে ফেলেন।
পরে সহকর্মীরা আটক সাপটিসহ আহত সামসু বেপারীকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা সাপটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।
সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান বলেন, রোগীর শরীরে বিষক্রিয়ার প্রভাব দেখা যাচ্ছিল। আমরা সরকারি সরবরাহকৃত এন্টি–ভেনম প্রয়োগ করেছি। এখন তার অবস্থা স্থিতিশীল। তবে প্রয়োজনীয় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অন্য প্রজাতির সাপ দেখা গেলেও রাসেলস ভাইপার আগে কখনো চোখে পড়েনি। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রামজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।