হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনি প্রচারে হামলার প্রতিবাদে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুর-১ আসনে নির্বাচনি প্রচারণাকালে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী মজিবুর রহমান। রোববার রাতে উপজেলার ট্রাকস্ট্যান্ড পল্লীবিদ্যুত এলাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, মৌচাকের রাখালিয়া চালা এলাকা আমাদের ধানের শীষের প্রচারণা চলাকালে পেপার নজরুল ও তার ভাই পারভেজের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তর, সজিব, সৈকত, নিবীর, রাজীব, তুহীন, শীবলিসহ কয়েকজন নেতাকর্মীদের পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ১১টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বিএনপি প্রার্থী মজিবুর রহমান আরো বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলা আমাদের নির্বাচনি প্রচারণাকে বাধাগ্রস্ত করেছে। যারা নির্বাচনি প্রচারণায় হামলা করেছে তারা মূলত বিএনপির বিরুদ্ধে হামলা করেছে। তারা ধানের শীষের বিরুদ্ধে হামলা করেছে তাই আমি দলীয় ও আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাসাসের আহবায়ক ফকির এরশাদ শাহ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর শ্রমিক দলের সভাপতি এ,কে আজাদ, পৌর যুবদলের আহবায়ক আমজাদ হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির অপর গ্রুপের কর্মী রমজান আলী জানান, হামলা করেছে প্রার্থী মুজিবুর রহমানের লোকজন আমাদের পুর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল বানচালের উদ্দেশ্যে মৌচাক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর করে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি মো. কাশেমকে পিটিয়ে আহত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানা পুলিশের ওসি অপারেশন যোবায়ের আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদি আরবে কর্মস্থলে দগ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

বেপরোয়া গতির থ্রিহুইলার উল্টে নিহত চালক

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

কক্সবাজারের ৯ থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কার্যালয় ভাঙচুর

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে হস্তান্তর ১০৭ একর জমি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে হামলা

একমঞ্চে এসে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাইলেন পাঁচ নেতা