ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে ছাত্র-জনতা পৃথক তিন স্থানে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে। শহরের পায়রা চত্ত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে। এসময় ছাত্রজনতা ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয়। এক পর্যায়ে ছাত্র-জনতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
পরে তারা ঝিনাইদহ শহরের শের ই বাংলা সড়কস্থ ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো অফিসে হামলা ও ভাঙচুর করে। প্রতিষ্ঠানটির স্থানীয় ডিলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুম।
এছাড়া ছাত্রজনতা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। ঝিনাইদহ শহরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।