হোম > সারা দেশ > ঢাকা

হিসাবরক্ষণ দপ্তরে নিজের টাকা তুলতেও দিতে হয় ঘুষ

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

ঘুষের প্রথা যেন এখানে স্বাভাবিক নিয়ম -এমন অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষায়, ‘টাকা ছাড়া এখানে কোনো ফাইল নড়াচড়া করে না।’

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ আতিকুর রহমান সরাসরি এ অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, ‘সরকারি সেবার নামে চলছে প্রকাশ্য অর্থ বাণিজ্য। বেতন, পেনশন বা ভাতা—যা-ই নিতে যান, আগে ঘুষ দিতে হয়।’

অভিযোগে উঠে এসেছে নির্দিষ্ট নামও। ফায়ার সার্ভিসের সাব-অফিসার মকবুল হোসেন বলেন, ‘জিপিএফ থেকে টাকা তোলার সময় সহকারী নিরীক্ষক মো. মাসুদ পাঁচ হাজার টাকা দাবি করেন।’

একই অফিসের ফায়ার ফাইটার রুহুল আমিন জানান, ‘শ্রান্তি-বিনোদন ভাতা তোলার সময় আমার কাছ থেকেও এক হাজার টাকা চান মাসুদ।’

ঘটনার পর আতিকুর রহমান নিজেই সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

তার দাবি, নিরীক্ষক মাসুদ হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী শহিদুল ইসলামের নাম ব্যবহার করে ঘুষ দাবি করেছেন।

অন্যদিকে এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সামান্য বেতনের মানুষ। সেই টাকাটুকু তুলতেও ঘুষ দিতে হয়—এটা কষ্টকর ও অসম্মানজনক।’

অভিযুক্ত সহকারী নিরীক্ষক মো. মাসুদ সাংবাদিকদের বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের বিল প্রক্রিয়া আপনারা বুঝবেন না। অফিসে আসেন, বিস্তারিত ব্যাখ্যা দিতে পারব।’

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম জানান, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। মাসুদকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ইউএনও অফিসে দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আটকে থাকা ফাইলগুলো ইতোমধ্যে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বেঙ্গল গ্রুপের এসআর নিহত

অস্ত্রধারীদের দেখামাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপির

নদীপথের কুখ্যাত ডাকাত কিবরিয়া গ্যাংয়ের ৫ সহযোগী গ্রেপ্তার

রুয়েটের ছাত্রলীগ নেতা তাহেরকে পুলিশে সোপর্দ

‘চট্টগ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাক’

আলফাডাঙ্গায় ৪৩ বছর পর সরকারি জায়গা দখল মুক্ত

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

পোষ্য কোটা বাতিল করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক