বান্দরবানের সুয়ালক ইউনিয়নের রাংলাই হেডম্যানপাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুজনসহ মোট ৩ জন ম্রো নারী মারা গেছেন। সোমবার সকালে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- তুমলে ম্রো (১৮), রওলেং ম্রো (৩৫) ও রিয়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম্যানপাড়ার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এসময় তারে জড়িয়ে তিন ম্রো নারী ঘটনাস্থলেই মারা যান।