ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ডে অবস্থিত শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই ভাস্কর্য ভেঙ্গে অপসারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরাইয়া, সদস্য সচিব সাইদুর রহমান ও রতনা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মুজিব চত্ত্বর নামের পরিবর্তে এই স্থানটির নাম স্বাধীন চত্ত্বর হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রজনতা।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর ভাস্কর্যটি এক দফা ভাঙচুর করা হয়। পরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ড এলাকায় অবস্থিত মুজিব ম্যুরালসহ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিবের ভাস্কর্য এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ডে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবশিষ্টাংশ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো।