চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পোষ্য কোটা বাতিলের বিষয়ে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরেই পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।