হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ি ঢালুতে কৃষিকাজ করতে গিয়ে অপহরণের শিকার যুবক, পালিয়ে এলেন বৃদ্ধ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড়ি ঢালু জমিতে কৃষিকাজ করার সময় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে এক চাকমা যুবক অপহরণের শিকার হয়েছেন। একই সময় অপহরণচেষ্টার মুখে পড়লেও এক বৃদ্ধ পালিয়ে এসে প্রাণে রক্ষা পেয়েছেন।

শনিবার দুপুরে টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার বাসিন্দা। অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০)। তিনিও একই এলাকার বাসিন্দা।

পালিয়ে আসা এবাদুল্লাহ জানান, পাহাড়ে কাজ করার সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাকেও ধরে নেয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

পালানোর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পাকুন্দিয়ায় বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ

নির্মাণের ১০ বছরেও আলোর মুখ দেখেনি কোয়ারেন্টাইন স্টেশন

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি গুজব

ধর্মের মুখোশে ময়মনসিংহে দিপু দাসকে পরিকল্পিত হত্যা

বিএনপির চ্যালেঞ্জ দলীয় ঐক্য সমঝোতার পরীক্ষায় আট দল

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, ৩ লাশ উদ্ধার

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

ফেরি থেকে ধলেশ্বরীতে পড়ল ট্রাক-অটোরিকশা ও মোটরসাইকেল, নিখোঁজ ৩

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ আ.লীগের হামলা

বড় সাজ্জাদের ‘ডানহাত’ শীর্ষ সন্ত্রাসী বুইশশা অস্ত্রসহ গ্রেপ্তার