হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জ- ৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সলের মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ- ৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জননেতা সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন দলীয় নেতৃত্বের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ মো. ফয়সলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

খুলনায় জুলাই যোদ্ধা আইনজীবীর বাড়িতে ককটেল হামলা

জমিয়ত ছেড়ে এবি পার্টিতে তালহা আলম, সুনামগঞ্জ-৩ আসনে নতুন চমক

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক জসিম

পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

মাজারে পোড়া খিচুড়ি নিয়ে সংঘর্ষ, হোমিও ডাক্তারকে পিটিয়ে হত্যা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২০ নেতাকর্মী

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা