হোম > সারা দেশ > খুলনা

বুধবার রংপুরে ৮ দলের মহাসমাবেশ

রংপুর অফিস

রংপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের বিভাগীয় মহাসমাবেশ হবে। আগামীকাল বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব অ্যাডভোকেট আনারুল ইসলামের সভাপতিত্বে বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী আন্দোলনের মহাসচিব চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির মাওলানা হাবিবুল্লা মিয়াজী ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।

ইসলামী আন্দোলনের কর্মী আব্দুর রহমান ও মিলন মিয়া জানান, আট দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে আমরা কয়েকদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের ইসলামী দলগুলোর ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আন্দোলন করবেন সব সময় আমরা তার পাশে থেকে মাঠে কাজ করব।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য গোলজার হোসেন ও মোখলেছুর রহমান জানান, ৩ ডিসেম্বর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে পাঁচ দফা দাবি আদায়ে আট দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে কয়েকদিন ধরে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা মনে করি, গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে মানুষ তাদের আনন্দ ও তৃপ্তি নিয়ে ভোট দিত, কিন্তু একই দিনে দুটি ভোট হলে মানুষের আগ্রহ থাকবে না। এ কারণে আমরা চাই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর রংপুর মহানগরীর আমির অধ্যক্ষ এটিএম মাসুম জানান, ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ৮ দলের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আশা করি, রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে লাখো লোকের সমাগম ঘটবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ আমাদের পাঁচ দফা দাবি আদায়ে প্রতিটি বিভাগীয় সমাবেশে লাখ লাখ লোকের সমাগম ঘটেছে। আশা করি রংপুরেও লাখো লোকের সমাগম ঘটবে। সেখানে আমাদের নেতৃবৃন্দ পাঁচ দফা দাবি আদায়ে বক্তব্য রাখবেন।

বর্ণাঢ্য আয়োজনে মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ার ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মাধবপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের ভিডিও উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান

বরিশালে ‘কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানিজেশন’ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

খুলনায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার, ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

চেয়ারম্যানের জিম্মা থেকে আদলতের জব্দকৃত নৌকা উধাও

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

সম্পত্তির জন্য ২৩ ঘণ্টা আটক রাখল বাবার লাশ