হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে ভাতিজার কিল-ঘুষিতে চাচা মো. কালু শাহ (৭৫) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুলেরছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কালু শাহ ১ নং ওয়ার্ডের শাহ ওমরাবাদ গ্রামের বাসিন্দা মৃত মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত মাস্টার আলী আহমদ (৬৭)।

কালু শাহর মেয়ে জয়নাব আরা বেগম জানান, কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার তিনকানি জমি নিয়ে আলী আহমদের সাথে আমার বাবার বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ওই জমির বর্গাচাষিকে আলী আহমদ চাষাবাদে বাধা দেয়। বিষয়টি জানার পর আমার বাবা ঘটনাস্থলে যায়। এ সময় ভাতিজা আলী আহমদের সাথে আমার বাবার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহমদ উত্তেজিত হয়ে আমার বাবাকে কিলঘুষি মারতে থাকে। এ সময় ঘটনাস্থলে ঢলে পড়েন তিনি। ঘটনার পরপরই স্থানীয় ও পরিবারের লোকজন বাবাকে উদ্ধার করে স্থানীয় চকরিয়া পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা্ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, কালু শাহকে উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আলী আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

টঙ্গীতে নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

ছুটি ছাড়া টানা ৮৭ দিনই কর্মস্থলে অনুপস্থিত পৌরসভার প্রকৌশলী

হাসিনার মাধ্যমে এদেশে ইসলাম বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি-জামায়াতের সমন্বয় সভা

অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকার মুক্তিপণে মুক্তি নুরুল ইসলাম

মনে রাখবেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন

ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা