দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে সৌহার্দ্যের বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। মঙ্গলবার ভোরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেন, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া। বিএনপির মনোনয়ন পাওয়ায় তাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাই।’
গণতান্ত্রিক ভাবধারা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত ও দর্শনের রাজনৈতিক দল থাকবে। আমরা নিজেদের আদর্শ জনতার সামনে তুলে ধরব এবং দিনশেষে জনগণই সিদ্ধান্ত নেবে। পারস্পরিক শ্রদ্ধা ও মতপ্রকাশের স্বাধীনতার মাধ্যমে আমাদের আসনকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক রূপে উপস্থাপন করতে চাই।
তিনি দিনাজপুর- ৪ আসনের ভোটারদের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আশা করি, শান্তিকামী মানুষের প্রতিনিধি নির্বাচনে সহযোগিতা অব্যাহত রাখবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। আল্লাহ হাফেজ।