হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমানের সফর ঘিরে বগুড়া জুড়ে নেতা-কর্মীদের চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, বগুড়া

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সফর ঘিরে বগুড়া জেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী ১১ই জানুয়ারি সকালে তারেক রহমান ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে রাত আনুমানিক ৯টায় বগুড়া পৌঁছাবেন।
সেদিন তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন। এসময় বগুড়ায় নবপ্রতিষ্ঠিত পাঁচ তারকা হোটেল মম-ইনে তার অবস্থানের সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সূচীতে নাজ গার্ডেন হোটেলেই রাত্রিযাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজ গার্ডেন হোটেল সূত্র জানায়, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং তার আগমনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার অবস্থানকালে নেতা-কর্মীদের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে জেলা বিএনপিও কাজ করছে বলে জানিয়েছেন দলের একজন দায়িত্বশীল নেতা।

পরদিন ১২ই জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়া অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা বলা হলেও আজ জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা চূড়ান্তভাবে সেন্ট্রাল হাইস্কুল মাঠের বিষয়টি নিশ্চিত করেন।

গণদোয়া শেষে তারেক রহমান বগুড়া থেকে রংপুরে যাবেন। সেখানে তিনি জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

অপহৃত তিন রোহিঙ্গা নাগরিক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আমার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

গোবিন্দগঞ্জে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত তারাগঞ্জের নিম্ন আয়ের মানুষ

৪ মোটরসাইকেলসহ চোর চক্রের হোতা আটক

সিলেটের সীমান্তবর্তী মানুষের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, যুবক নিহত

মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে আটক ২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ