বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে রথখলা ময়দান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, লুৎফুল হক টিটু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকরা।
তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রায় নানা স্লোগান দেন।