নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আধুনিক হাতিয়া গড়তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ইভটিজিংসহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাতিয়ায় এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।
জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় এ গণসমাবেশে অনুষ্ঠিত হয়। এ সভায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেত্রী শামীমা আজিম, বিএনপি নেতা প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আব্দুর রহিম, পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
ফজলুল আজিম আরো বলেন, হাতিয়াকে নদীভাঙন রোধে বেঁড়িবাধ নির্মাণ, পর্যটন এলাকা নিঝুম দ্বীপের চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। গুরুত্বপূর্ণ সড়কগুলোকে ফোরলেনে উন্নীত করা হবে। এখানে জলবায়ুর উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে।