হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্ষমতা আঁকড়ে রাখাই সংকটের মূল কারণ : ধর্ম উপদেষ্টা খালিদ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকায় অনুষ্ঠিত মাদ্রাসাতুন নূর উখিয়া-এর বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ক্ষমতা ধরে রাখা, একবার চেয়ারে বসে আর উঠতে না চাওয়া এবং অন্য কাউকে সুযোগ না দেওয়াই সংকটের মূল কারণ।

সোমবার মাগরিবের নামাজের পর আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যদি কেউ মনে করে আমার সময় ১১ ফেব্রুয়ারি পর্যন্ত, ১২ তারিখ অন্য কেউ দায়িত্ব নেবে—তাহলে কোনো সংকট থাকবে না।

আমরা ফেব্রুয়ারির নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। তারাই দেশ পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ও তার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছেন। বিশেষ করে কারাগারে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, কারাবন্দিদের জন্য অর্থসহ কোরআন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদ ও মন্দিরে সহযোগিতা প্রদান করা হয়েছে—বলেন ধর্ম উপদেষ্টা।

ড. আ ফ ম খালিদ হোসেন আরও উল্লেখ করেন, ইসলাম শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচারের শিক্ষা দেয়। রাষ্ট্র পরিচালনায় এই মূল্যবোধ অনুসরণ করা হলে সমাজে অস্থিরতা ও সংকট দূর হবে বলেও তিনি মন্তব্য করেন।

মহাসম্মেলনে উপস্থিত ছিলেন, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ওবায়দুল্লাহ হামযাহ, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী নুর আহমেদ আনোয়ারি এবং রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য বিশেষ দোয়া করা হয়।

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন হাসনাত আব্দুল্লাহ

দুই দলের প্রার্থী হয়েছেন হান্নান মাসউদ ও তার বাবা

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গিয়াস ও শাহ আলমকে বিএনপি থেকে বহিষ্কার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

অজ্ঞান পার্টির হোতা ‘স্প্রে বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

মাদরাসা সুপারের গাফিলতিতে বৃত্তির স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাটগ্রামে বিএনপি ও জামায়াতকে জরিমানা

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপ‌তি মারা গেছেন

নেত্রকোনা ৪ আসনে স্বামী-স্ত্রী উভয়ই সংসদ সদস্য প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির