হোম > সারা দেশ > রংপুর

বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সার ব্যবস্থাপনা আইনের লঙ্ঘনের অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সেতাবগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান।

অভিযানকালে মেসার্স আবুল কালাম আজাদ (প্রো. আবুল কালাম আজাদ)-কে ক্যাশ মেমো ব্যবহার না করে সাদা কাগজে সার বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সার মজুদ না রাখা ও ভুয়া ভাউচার প্রস্তুতের অভিযোগে মেসার্স আব্দুস সালাম মিন্টু (প্রো. আব্দুস সালাম মিন্টু)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা এবং সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা এবং পুলিশের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান বলেন, কৃষকের স্বার্থ রক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

আজ পলাশবাড়ী হানাদারমুক্ত দিবস

বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

সোনামসজিদ বন্দর দিয়ে ১৬৮০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে পুলিশ

খালেদা জিয়ার সুস্থতায় গণরোজা শেষে ১০ হাজার মানুষের ইফতার

গণঅধিকার প্রার্থীর জনসভায় এতো মানুষ আইলো কোইথাইক্কা?

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত প্রার্থীর গণসংযোগ

ভোটে নয়, ইসলামের বিজয় অনেক আগেই হয়েছে: এনায়েতুল্লাহ আব্বাসী