হোম > সারা দেশ > সিলেট

ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকার প্রতারণা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারকচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীবর্দীপুর ঘোষপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন।

তিনি জানান, প্রায় ৫-৬ মাস আগে প্রতারণার উদ্দেশ্যে চক্রটি পরিবারসহ সুনামগঞ্জ শহরে ভাড়া বাসা নেয় এবং ‘মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করে। তারা বাজারদরের চেয়ে কম মূল্যে পেয়াজ, রসুনসহ নিত্যপণ্য বিক্রি করে স্থানীয় ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। পরবর্তীতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে পাইকারি অর্ডারের নামে কোটি টাকার বেশি নগদ টাকা সংগ্রহ করে তারা উধাও হয়ে যায়। টাকা আত্মসাতের কয়েক ঘণ্টা পরই দোকানে তালা ঝুলিয়ে মোবাইল ফোন বন্ধ করে অন্যত্র পালিয়ে যায় চক্রের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেন। পরে র‍্যাব- ৯, সিপিসি- ৩, সুনামগঞ্জের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাইবান্ধায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছা. শাহানা পারভীন (৪৩), মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), মো. শফিউর রহমান (২৬), রিনা আক্তার (২০) ও নারগিস আক্তার (৩৪)। তারা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি এর আগেও দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা চালিয়েছে এবং সম্প্রতি গাইবান্ধা জেলাকে নতুন টার্গেট হিসেবে নেয়।

ভাঙ্গায় সড়কের পাশে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান মিথ্যা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার

৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি

আ.লীগের ২ নেতাকে ছাড়িয়ে নিতে থানা উড়িয়ে দেয়ার হুমকি যুবদল নেতার

খাদ্যের গুণমান রক্ষায় পরিবেশবান্ধব স্মার্ট প্যাকেজিং উন্নয়নে কর্মশালা

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন

শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিল ছাত্র-জনতা

ফুলবাড়ীয়ায় নেশাগ্রস্ত ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু