হোম > সারা দেশ > সিলেট

চেয়ারম্যানের জিম্মা থেকে আদলতের জব্দকৃত নৌকা উধাও

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

নৌকা তিনটি আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মা রাতেই নৌকা উধাও হয়ে যায়

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী এলাকায় কুশিয়ারা নদী থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি বালু ভর্তি নৌকা জব্দ করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জব্দকৃত নৌকা তিনটি আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মায় রাখা হয়। চেয়ারম্যানের জিম্মা থেকে ঐদিন রাতেই নৌকা তিনটি উধাও হয়ে যায়।

নৌকা উধাওয়ের তিন দিন অতিবাহিত হলেও প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রশাসনের নিকট কোনো প্রকার অভিযোগ দায়ের না করায় জনমনে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আশারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, এ্যাসিল্যান্ড মহোদয়ের সম্মুখে বড়ফেচী গ্রামের জিলু মিয়া, বজিন্দ্র চন্দ্র দাশ ও গ্রাম পুলিশ উজ্জল মিয়াকে পাহারাদার নিযুক্ত করা হয়। রাতে দু’জন খাবার খেতে গেলে নৌকাগুলো নিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, চেয়ারম্যানের জিম্মা থেকে যারা নৌকা তিনটি নিয়ে গেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে কুশিয়ারা নদী হতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় নবী হোসেন (৩০), আলাল উদ্দিনকে (৩১) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মনির হোসেন (২৫) মো. দিদার মিয়া (২৯), নজরুলকে (২৭) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং বালুভর্তি তিনটি ইঞ্জিন নৌকা জব্দ করেন।

বগুড়ার ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মাধবপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের ভিডিও উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান

বরিশালে ‘কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানিজেশন’ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

খুলনায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার, ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

সম্পত্তির জন্য ২৩ ঘণ্টা আটক রাখল বাবার লাশ

জামায়াত নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

বরিশাল-ভোলা সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন