হোম > সারা দেশ > ঢাকা

লকডাউন ঘিরে নাশকতা, আ.লীগের ১১ শতাধিক নেতাকর্মীর নামে চার মামলা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ডাকা লকডাউনে ফরিদপুরের ভাঙ্গায় নজিরবিহীন সহিংসতা করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৩ নভেম্বর ওই কর্মসূচিকে ঘিরে উপজেলার শুয়াদি বাসস্ট্যান্ড, পুলিয়া বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও মালিগ্রাম বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে সন্ত্রাসী সংগঠনটির নেতাকর্মীরা।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করেছে। এসব মামলায় ১৭৭ জনের নাম উল্লেখসহ এক হাজার ১০০ জনের বেশি আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।

মামলায় উল্লেখযোগ্য আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও কাজী জাফর উল্লাহর আস্থাভাজন নেতাকর্মীদের। এর মধ্যে ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান ছাড়াও বারোটি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান রয়েছেন যারা বিভিন্ন সময়ে রাজপথে লড়াই করার নামে নাশকতা সৃষ্টিকারী বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাওসার ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, কালামৃধা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল মাতুব্বর ও সাবেক চেয়ারম্যান লিটু মাতুব্বর, কাউলীবেড়া ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম দুদু মিয়া, চুমুরদী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শাহীন আলম সাহাবুর ও সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, মো. আশরাফ মীর, তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান ও সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র, মানিকদহ ইউনিয়ন চেয়ারম্যান একেএম শহীদুল্লাহ বাচ্চু, নাসিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর খান, সাবেক চেয়ারম্যান লাভলু ফকির, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর আহমেদ।

জানা গেছে, ১৩ নভেম্বর আওয়ামী লীগের শতশত নেতাকর্মী সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে। অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে। রাস্তার পাশে লাগেজে করে তাজা বোমা ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী সংগঠনটি।

এছাড়া ওই সময় বোমা তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়। আটকের বোমা তৈরির তিন কারিগর পুলিশকে জানায়, নিক্সন চৌধুরীর গানম্যান মুরাদ তাদেরকে ভাড়া করে এনেছিল।

সিলেটে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চোরা বালুতে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে নরসিংদীর ৫ জনসহ সারা দেশে নিহত ১১

নির্বাচন হওয়ার আগেই একটি দল ক্ষমতায় চলে এসেছে: সাদিক কায়েম

আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, ১০ সংগঠনের বিবৃতি

৭০০ মাদরাসা শিক্ষার্থী পেল উষ্ণতার ছোয়া

গাজীপুর জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য

নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য

আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে কর্নেলহাটে তৃণমূলের বিক্ষোভ