কুমিল্লার তিতাস উপজেলার বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীর নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুড়ে যায় অফিসের ভেতরে রাখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ বিভিন্ন আসবাব।
জানা যায়, হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মনোয়ার সরকার। তিনি যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান। এরআগে মঙ্গলবার তার নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়। এর একদিন পরই রাতের অন্ধকারে কে বা কারা অফিসের ভেতর ও চারপাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে মনোয়ার সরকার বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। নির্বাচনি মাঠে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করতেই দুর্বৃত্তরা এ ঘটনার আশ্রয় নিয়েছে। এগুলো করে আমার জনপ্রিয়তা কমাতে পারবে না। আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।