হোম > সারা দেশ > রংপুর

বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ৩

রংপুর অফিস

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক পাচারকারী এবং আরও তিনজনকে আটক করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর গভীর রাত ও সকালে ঠাকুরগাঁও এবং দিনাজপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ডিসেম্বর সোমবার গভীর রাতে ফকিরগঞ্জ বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪২ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপদইল গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা দল কাজ করছে বলে জানানো হয়েছে।

ব্যাটালিয়ন সূত্রে আরও জানানো হয়, ২২ ডিসেম্বর সন্ধ্যার আগে দিনাজপুর ব্যাটালিয়ন চাপসা বিওপির সীমান্ত পিলার ৩৪৮ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্তবর্তী এলাকা থেকে মানবপাচারকারীসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ভাতুরিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে মানবপাচারকারী সাদ্দাম হোসেন এবং পাচার হতে যাওয়া একই জেলার রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার শ্রী গবেন্দ্রর ছেলে শ্রীকৃষ্ণ রায় ও কোমলঝালির ছেলে কৃষ্ণ জালি।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে দিনাজপুর ব্যাটালিয়ন থেকে নিশ্চিত করা হয়েছে। সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ, মাদক ব্যবসায়ী ও অনুপ্রবেশকারীদের ধরতে বিজিবি সর্বদা সীমান্তে টহল জোরদার রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে জামায়াত

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মানিকের মনোনয়নপত্র সংগ্রহ

শ্রীপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ ঘর পুড়ে ছাই

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, সীতাকুণ্ডে সর্বোচ্চ উপস্থিতির ঘোষণা

তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রাম থেকে ৫০ হাজার নেতাকর্মী যাবে ঢাকায়

২৯দিন পর উৎপাদনে গেল যমুনা সার কারখানা

ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

সন্ত্রাসবিরোধী আইনে পীরগাছা উপজেলা আ.লীগ নেতা মিলন গ্রেপ্তার