হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ।

চট্টগ্রামের রাউজানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের নিচে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজায় যুবদল, ছাত্রদল, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিন যোহরের পর থেকে মুন্সিরঘাটায় বিভিন্ন দূরদূরান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। কেউ হাতে ব্যানার নিয়ে, কেউ অশ্রুসিক্ত নয়নে জানাজা পড়তে আসেন। এসময় মুসল্লিদের মাঝে সাবেক প্রধানমন্ত্রীকে হারানোর বেদনা ভেসে উঠে।

এসময় বক্তারা বলেন, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শুধুমাত্র বিএনপির ক্ষতি হয়নি, দেশের গণতন্ত্র এবং ১৮ কোটি মানুষের ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূ্রণ হবার মতো নয়। তিনি সারাদেশের জন্যে কাজ করে গেছেন। জুলুম নির্যাতন সহ্য করেও অন্যায়ের কাছে মাথানত করেননি। আপসহীন নেত্রী হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার শূন্যতা আজীবন অনুভব করবে জাতি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মেদ, সৈয়্যদ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, মো. আলী সুমন, জামায়াত সেক্রেটারি রিদুয়ান শাহ বিভিন্ন শ্রেণি পেশার অংশগ্রহণ করেন।

জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা নুরুল আলম।

হিযবুত তাহরীরের পাঁচ সদস্য আটক

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল

বাড়ি-গাড়ি নেই জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকের

দোকান বন্ধ রেখে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

মাদক ব্যবসার দ্বন্দ্বে হত্যা, আটক ১

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার