হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-২০ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ধামরাই প্রতিনিধি, ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–২০ (ধামরাই) আসনে সর্বমোট ০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ডিসেম্বর) বিকেলের দিকে ধামরাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার (ইউএনও) কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-২০ আসনে জামাতের সাথে শরিক দলের এখনো কোনো সমঝোতা না হয় ধামরাইয়ে জামাতের শরিক দলেরাও নমিনেশন পেপার জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে ঢাকা–২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া একজন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিস) মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. তমিজ উদ্দিন, জাতীয় পার্টির আহছান খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত নাবিলা তাসনিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুর রউফ এবং খেলাফত মজলিসের মো. আশরাফ আলী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী আরজু মিয়া এ নিয়ে ধামরাই আসনে মোট মনোনয়ন দাখিলকারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ০৬ জনে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে যৌথবাহিনীর হাতে আটক

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন হাসনাত আব্দুল্লাহ

একই আসনে ভিন্ন দলে বাবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন হান্নান মাসুদ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গিয়াস ও শাহ আলমকে বিএনপি থেকে বহিষ্কার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

অজ্ঞান পার্টির হোতা ‘স্প্রে বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

মাদরাসা সুপারের গাফিলতিতে বৃত্তির স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাটগ্রামে বিএনপি ও জামায়াতকে জরিমানা

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপ‌তি মারা গেছেন

নেত্রকোনা-৪ আসনে স্বামী-স্ত্রী উভয়ই সংসদ সদস্য প্রার্থী