হোম > সারা দেশ > রাজশাহী

জাবি অধ্যাপকের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

টিভি টকশোতে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনের টকশো টাইম লাইন বাংলাদেশ টকশোতে কাজি জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ড. নাহরিন ইসলাম খান বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন ৫ই আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের উপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহূর্তেই নাহরিন খানের টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার পর্যালোচনায় দেখা যায়, জামায়াত নেতা জাহিদুল বলেছিলেন ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তবে আমাদের দ্বারা কেউ হয়রানির শিকার হননি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সাপোর্টারদের ভোট আমাদের দিকে আসবে।

জামায়াত নেতা অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করেছে। যে কারণে ন্যায়বিচার পেতে আমি মামলা করেছি।

বিদেশি দুটি পিস্তল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেপ্তার

ব্যর্থ হলে আর নির্বাচনে আসবো না: ফয়জুল করীম

মোটরসাইকেল-বাস সংঘর্ষ বিএনপি কর্মী নিহত ৩

মনোনয়ন বঞ্চিত দোলার সমর্থকদের কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

'জয় বাংলা স্লোগান' দেয়ায় বিএনপির সেই নেতার মনোনয়ন স্থগিত

ওসির দুর্নীতি অনুসন্ধান, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা আ.লীগ নেত্রীর

সীতাকুণ্ডে সালাউদ্দিন মনোনয়ন পাওয়ায় আসলাম চৌধুরীর সমর্থকদের ক্ষোভ

চৌদ্দগ্রামে এতিমখানা-মাদ্রাসায় দুম্বার গোসত বিতরণ

জমি দান না করেও দাতা সদস্য, অধ্যক্ষের মতে ‘সামান্য’ ব্যাপার

রাজৈরে আশ্রয়ণ প্রকল্পের ভবনে দুর্নীতি অভিযোগে দুদকের অভিযান