হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর চারঘাটে গাছ কেটে উজাড় করা হচ্ছে আমবাগা

ন্যায্য দাম না পাওয়া, খরচ বৃদ্ধি ও ফলন হ্রাস

আতিকুর রহমান, চারঘাট (রাজশাহী)

ন্যায্য দাম না পেয়ে খরচ বৃদ্ধি ও ফলন কম হওয়ায় হতাশ হয়ে রাজশাহীর চারঘাটে কেটে ফেলা হচ্ছে আমবাগান। উজাড় হয়ে যাচ্ছে আমবাগান। এতে করে আগামীতে আমের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, রাজশাহী চারঘাট ও বাঘা আমের জন্য বিখ্যাত। আমের ন্যায্য দাম, অস্বাভাবিকভাবে আম উৎপাদনের খরচ বৃদ্ধি ও আমগাছে তুলনামূলকভাবে আম না আসাসহ বিভিন্ন কারণে আমগাছ কেটে ফেলা হচ্ছে। ফলে আম চাষ থেকে মুখ ফিরিয়ে উজাড় করা হচ্ছে আমের বাগান। রাজশাহী জেলায় গেল দুই বছরে এক হাজার হেক্টরের বেশি আমের গাছ কাটা হয়েছে।

আমচাষি ও ব্যবসায়ীদের দাবি, পাঁচ-ছয় বছর ধরে আমবাগান থেকে আসেনি কাঙ্ক্ষিত কোনো সুফল। ফলে চাঙা হয়নি আমের বাজার। তাই বাধ্য হয়ে আমবাগান কেটে ধান, গম, সবজি, আদা, হলুদ, পেয়ারা, বরই, ড্রাগন ইত্যাদি চাষে ঝুঁকছেন চাষিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি হিসাব অনুযায়ী গত দুই বছরে রাজশাহী অঞ্চলে এক হাজার ৭১৪ হেক্টর জমির আমগাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে শুধু চারঘাট উপজেলাতেই কেটে ফেলা হয়েছে ৪১৬ হেক্টর জমির আমের বাগান। অন্যদিকে বাঘায় কাটা হয়েছে ৫১০ হেক্টর জমির আমগাছ।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলার কেটে ফেলা ১৯ হাজার হেক্টর আমবাগানের মধ্যে সবচেয়ে বেশি আমের গাছ কাটা হয়েছে জেলার চারঘাট ও বাঘা উপজেলায়। আমপ্রধান এলাকায় এভাবে আমের গাছ কেটে ফেলায় অর্থনৈতিকভাবে এ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। অনেক আমচাষি ও ব্যবসায়ীরা আম ব্যবসা ও চাষ বন্ধ করে দিয়ে এখন বিকল্প পেশার দিকে ছুটছেন। ফলে বছরের পর বছর ধরে চলছে আমগাছ কাটার হিড়িক। 

চারঘাট উপজেলার বুদিরহাট এলাকার আমচাষি আব্দুল মান্নাফ বলেন, প্রায় সাড়ে পাঁচ বিঘা জমিতে খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালির মতো জাতের আমগাছ রোপণ করেছিলাম। সেই বাগান এবার কেটে ফেলা হয়েছে। আম উৎপাদনে এখন ব্যাপক খরচ। বছরজুড়ে খরচ করে শেষ সময়ে গাছে আসে না কাঙ্ক্ষিত উৎপাদন। এতে প্রতিবছরই লোকসান গুনতে হচ্ছে। তাই আমবাগান কেটে অন্য ফসল ফলানোর চেষ্টায় আমবাগান কেটে ফেলা হচ্ছে।

উপজেলার নিমপাড়া এলাকার চাষি আবু সাঈদ হিরু বলেন, বছরে একটি ফসলের ওপর নির্ভরশীল। বছর শেষে গাছে ফল না এলে মাথায় কাজ করে না। আবার যে পরিমাণ আম ধরে তা বিক্রি করে খরচ উঠে না। তাই অনেকটা বাধ্য হয়ে আমবাগান কেটে অন্য ফসল করার চেষ্টা করছি। 

চারঘাটে বিশিষ্ট আম ব্যবসায়ী শিক্ষক আব্দুল মান্নাফ বলেন, এক সময় রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে আম হতো। এখন রাজশাহীর পরিবর্তে বিভিন্ন জেলায় ব্যাপক আম চাষ হচ্ছে। রাজশাহীর পার্শ্ববর্তী নওগাঁ ও সাতক্ষীরা জেলায় এখন ব্যাপক আম চাষ হচ্ছে। আর এসব অঞ্চলের আম রাজশাহীর চেয়ে অনেক আগে বাজারে আগে আসে। ফলে নওগাঁ ও সাতক্ষীরা অঞ্চলের চাষি আমের ভালো দাম পান। 

রাজশাহী কৃষি সম্প্রসারণ চারঘাট উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, এ অঞ্চলের কিছু এলাকায় আমগাছ কাটা হচ্ছে। তবে গাছ কেটে ফেলা হলেও ওইসব জমিতে আবার নতুনভাবে উৎপাদনশীল আমগাছ লাগানো হচ্ছে। 

১৩০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশি পণ্যসহ আটক ২২ পাচারকারী

সড়ক বিভাজকের ওপর বাস, আহত বিএনপির ৩২ নেতাকর্মী

পঞ্চগড়ে স্পেশাল ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

তীব্র শীতে চরম দুর্ভোগে তিস্তার চরাঞ্চলের মানুষ

ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে কৃষকদল নেতার মৃত্যু

শীতে কাবু দিনাজপুর, তাপমাত্রা ১০. ৫ ডিগ্রি

যৌথবাহিনীর অভিযানে আলোচিত জুলাইযোদ্ধা সুরভি গ্রেপ্তার

বিএনপিতে অন্তর্কোন্দল মাঠ গুছিয়েছে জামায়াত

নৌকায় ভোট চাওয়া মাইদুল এখন রিটার্নিং অফিসার

ছোটো মেয়ের পর এবার মারা গেলেন বড় মেয়ে