হোম > সারা দেশ > চট্টগ্রাম

পূর্ব শত্রুতার জেরে তিন শতাধিক কুমড়া গাছ কেটে দিল দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামে রাতের আধারে জমিতে চাষ করা প্রায় তিন শতাধিক কুমড়ার গাছ বিনষ্ট করেছে প্রতিপক্ষ। শনিবার রাতে প্রায় ৩৬ শতাংশ জমিতে চাষ করা কুমড়ার গাছ বিনষ্ট হওয়ায় হতাশায় পড়েছেন কৃষক মোজাম্মেল প্রধান। এই নিয়ে তার ছেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির মৃত জমির হোসেন প্রধানের ছেলে বিপুল প্রধান এই কাজ করেছে।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হাই আজ কৃষক মোজাম্মেল প্রধানের ক্ষতিগ্রস্ত কুমড়া ক্ষেতটি পরিদর্শন করেন।

কৃষক মোজাম্মেল প্রধান বলেন, ধারদেনা করে ২৫ হাজার টাকার বিনিময় এক বছরের চুক্তিতে একই এলাকার মৃত জুনাব আলী প্রধানের ছেলে সোলায়মান প্রধানের কাছ থেকে ৩৬ শতাংশ জমি লিজ নেন। ওই জমিতে কুমড়ার আবাদ করি। ইতিমধ্যে সকল গাছে ফুল এসেছে এবং কিছু কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। আগামী জানুয়ারিতে এই ফসল বাজারে বিক্রি করতে পারতেন।এ অবস্থায় গত রাতে শিকড়সহ কুমড়া গাছগুলো উঠিয়ে বিনষ্ট করে ফেলে যায়।

কৃষক মোজাম্মেল আরো বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ করে জমিটি বর্গা নিয়ে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে মিষ্টি কোমড়ার চাষাবাদ করি। আমার যে ক্ষতি হয়েছে তা কিভাবে পোষাবো এবং এনজিও থেকে ঋণ পরিশোধ করবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

স্থানীয় বাসিন্দা আরিফ সরকার বলেন, ফসলের সাথে শত্রুতা এটা খুবই দুঃখজনক। যারা এ জগন্য কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং কঠিন শাস্তি দেয়া উচিত।

এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল বলেন, বিষয়টি খুবই নেক্কারজন। পারিবারিক এবং জমি জমা নিয়ে বিরোধের কারনে ফসল বিনষ্ট করা অপরাধ। কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৮-এর অধীনে শাস্তিযোগ্য, যেখানে ইচ্ছাকৃতভাবে ফসল নষ্ট করলে জেল ও জরিমানা হতে পারে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিজয় দিবসের আয়োজনে উপেক্ষিত ইসলামি সংস্কৃতি

কারখানা আবিষ্কারের দাবি সঠিক নয়, বিএনসিসির জন্য তৈরি হচ্ছিল ডামি অস্ত্র

আমি এখন কি নিয়ে বাঁচবো, মেয়ে আর বাবা ডাকতে পারবে না

জামায়াত নিয়ে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ইসকনের

ভারতের গোলামী থেকে ছাত্ররাই দেশকে মুক্ত করেছে: হান্নান মাসউদ

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আমার দেশ-এর কুমিল্লা প্রতিনিধি হাসানের বাবার ইন্তেকাল

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মোংলায় এনসিপির বিক্ষোভ