ভোলা থেকে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে মায়ের সামনে ছাত্রদল নেতা সিফাত হাওলাদার (২৪)কে কুপিয়ে হত্যা করেছে আ.লীগ নেতার ছেলেরা। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।
নিহতের মা ইয়ানুর বেগম জানান, আমার ছেলে সিফাত হাওলাদার তারেক রহমানের সমাবেশে ঢাকা যাওয়ার জন্য বের হয়েছে। আমিও ছেলেকে বিদায় দিতে বাড়ি থেকে দরজা পর্যন্ত এসেছি। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব ও মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিলসহ ৮/১০ জনে বাগান থেকে বের হয়ে মুখ চেপে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে আমার ছেলেকে। পা ধরার পরও তারা আমার ছেলেকে ছাড়েনি। আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে হেলাল মেম্বারের ছেলেরা।
ইয়ানুর বেগম আরো বলেন, আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগ করে আমার ছেলের পা ভেঙ্গে দিয়েছে। আর আজ হত্যা করে আমার বুক খালি করে দিলো।
নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি বিএনপি করি আমার ভাই আওয়ামী লীগ করে এটাই অপরাধ। আজ আমার ভাতিজারা আমার ছেলেকে হত্যা করলো। আমি এর বিচার চাই।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। আসামি ধরার জন্য চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।