হোম > সারা দেশ > রংপুর

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীন (৪৫)-কে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

রোববার রাতে ডিমলা থানা পুলিশ তাকে উপজেলার রহমানগঞ্জ বাজারে তার নিজস্ব ফার্মেসী ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।

জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফেসবুক পেজে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের একটি সংবাদে মন্তব্য করতে গিয়ে আছিম উদ্দীন লিখেন, ‘হরে কৃষ্ণ হরে বল শুয়োরের বাচ্চা মুসলমান।’ তার এ মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

আটক আছিম উদ্দীন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে। পেশায় তিনি ফার্মেসি ব্যবসায়ী ছিলেন এবং ১নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন। বর্তমানে নীলফামারী জেলা বিএনপির অধীনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত রয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম জানান, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীনকে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। জামিনের চেষ্টা করেও পাচ্ছি না। দল থেকেও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে আছিম উদ্দীনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক আছিম উদ্দীনকে আজ নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক, এলাকা জুড়ে আতঙ্ক

আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপির ওপর ছাত্রদল-যুবদলের হামলা

আজ পলাশবাড়ী হানাদারমুক্ত দিবস

বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

সোনামসজিদ বন্দর দিয়ে ১৬৮০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে পুলিশ

খালেদা জিয়ার সুস্থতায় গণরোজা শেষে ১০ হাজার মানুষের ইফতার

গণঅধিকার প্রার্থীর জনসভায় এতো মানুষ আইলো কোইথাইক্কা?