হোম > সারা দেশ

‘নির্বাচনে শামীমকে ধানের শীষ না দিলে ১০ মিনিট টিকতে পারবেন না’

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ এ (সরিষাবাড়ী) বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে হরতাল-অবরোধ করার হুমকি দিয়েছেন দলটির পৌর শাখার সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন।

ফরিদুল কবীরের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ ও এক জোট থাকেন। ধানের শীষ প্রতীক শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে, আমরা মানবো না। সরিষাবাড়ীতে কেউ অশান্তি কইরেন না; ১০ মিনিট টিকতে পারবেন না। আমাদের প্রার্থী শামীম তালুকদারের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করব না।

শুক্রবার সন্ধ্যায় তালুকদারের পক্ষে মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তার আগে ফয়জুল কবীরের নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশী তালুকদারের পক্ষে মিছিল বের করে নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

হরতাল অবরোধ করে অচল করে দেয়ার হুমকি দিয়ে পৌর শাখার সভাপতি ফয়জুল বলেন, ‘প্রস্তুত থাকবেন, আধাঘণ্টার নোটিশে আপনারা সব অচল করে দেবেন।’

দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরো বলেন, ‘দলের নমিনেশন পাবেন শামীম তালুকদার।’

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লেকু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কাউন্সিলার বিকাশ চন্দ্র সাহা লিটন প্রমুখ।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের এর সমর্থনে মিছিল সমাবেশ করে আসছে উপজেলা, পৌর বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশের হাত কামড়ে আটক আ.লীগ নেতা ছিনতাই

পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

মাত্র ছয় ভ‌রি স্ব‌র্ণের লো‌ভে নারীকে হত্যা

কাউনিয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ

সীমান্তে ভারতীয় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল জব্দ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা নিহত

নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেয়াদোত্তীর্ণ ছাড়পত্রে নিয়োগের অভিযোগ

খুনের রাজ্য তৈরি করেন আসাদুজ্জামান নূর

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

ডাকসু নিয়ে এতটা কল্পনাও করিনি: এস এম ফরহাদ