ডাক্তার,কর্মচারী ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে নরসিংদীর বেলাবো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। প্রয়োজনীয়-সংখ্যক চিকিৎসক, কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বেলাবো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন ইভা জানান, আবাসিক চিকিৎসকসহ মোট ১৪টি কর্মকর্তার পদ রয়েছে। যার মধ্যে ০৯ টি পদই শূন্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নেই বললেই চলে। পরিচ্ছন্ন কর্মী,আয়া, নৈশ প্রহরী,বাবুর্চিসহ সকল পদই শূন্য। এই সীমিত জনবল দিয়ে বেলাব উপজেলার প্রায় আড়াই লক্ষ এবং কিশোরগঞ্জ, রায়পুরা ও মনোহরদী উপজেলার আংশিক এলাকাসহ প্রায় ৪ লক্ষ জনসংখ্যার চিকিৎসা সেবা নিশ্চিত করা খুবই দুর্বিষহ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিচ্ছন্ন কর্মী না থাকায় হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্ন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ বেড থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে বেশ কয়েক বছর আগে কিন্তু জনবল বাড়েনি। উপরন্তু ৩১বেডের জনবলই কাজ করছে সেখানে। চিকিৎসকের পদ আছে ১৪ টি এর মধ্যে ডাক্তার আছেন ৫ জন।
জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক বলেন, ডাক্তার সংকটের বিষয়টি সমাধানে সরকার কাজ করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া,আশা করি অচিরেই সমস্যা সমাধান হবে।