হোম > সারা দেশ > রংপুর

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

রংপুর অফিস

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন—যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং সুর্বণা রায় (৬৫)। গত শনিবার রাতের কোনো একসময় উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের ওই বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছাই। পরে বাড়ির ভেতরে যোগেশ চন্দ্র রায় ও সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ দেখতে পাই। প্রাথমিকভাবে দুজনেরই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

সুরতহাল প্রতিবেদন এবং প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, ‘সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত ছিল। সেটা দা/রামদা হতে পারে। তবে আমার ধারণা চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’

অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে হস্তান্তর ১০৭ একর জমি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে হামলা

একমঞ্চে এসে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাইলেন পাঁচ নেতা

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

মিঠাপুকুরে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আটক

গহীন পাহাড় থেকে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নকল ঔষুধ তৈরির কারখানার সন্ধান, ৫০ হাজার টাকা জরিমানা

বিএনপি ক্ষমতায় গেলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড

ধর্ষণ মামলার পলাতক আসামি ২৩ বছর পর গ্রেপ্তার