হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রাম থেকে ৫০ হাজার নেতাকর্মী যাবে ঢাকায়

সোহাগ কুমার বিশ্বাস, চট্টগ্রাম

টানা ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উজ্জীবিত চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা। মহানগর থেকে শুরু করে প্রতিটি উপজেলার প্রত্যন্ত গ্রামে পর্যন্ত মিছিল সমাবেশে মুখরিত করে রাখছেন নেতাকর্মীরা। দলীয় কার্যালয়সহ বিভিন্ন কমিউনিটি সেন্টার, ক্লাব সবখানেই চলছে আলোচনা সভা সেমিনারসহ বিভিন্ন কর্মসূচী।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান জানান, নগর বিএনপির উদ্যোগে ১০ হাজার নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এর বাইরে জেলার প্রতিটি আসন থেকে ও বিভিন্ন নেতারা ব্যক্তিগত উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ভারপ্রাপ্ত চেয়ারপার্সনকে স্বাগত জানাতে যাবেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি জানান, লাখ লাখ মানুষের মধ্যে কে কত হাজার মানুষ নিয়ে ঢাকায় গেল সেই হিসেব কারো কাছে থাকবে না। মূলত তারেক রহমানকে এক নজর দেখতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও মুখিয়ে আছে। তারা স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। ব্যক্তিগতভাবে যাওয়ার চেয়ে দলীয়ভাবে গেলে তারেক রহমানকে একটু কাছে থেকে দেখা যাবে এমন আশায় সবাই নেতাদের সঙ্গে যোগাযোগ করছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন জানান, বাংলাদেশের আপামর মানুষ তারেক রহমানের প্রতীক্ষায় আছেন। কোন শো-ডাউন কিংবা আধিপত্য দেখাতে নয় তাকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাবে রাজধানীতে। তার এই আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে উদ্যোম ও উচ্ছ্বাস তৈরি হয়েছে তা আগামী নির্বাচন পর্যন্ত ধরে রাখতে হবে। এই উদোমের ওপর ভর করেই আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি।

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন

পিস্তল হাতে তরুণ-তরুণীকে ছাত্রদল নেতার ব্ল্যাকমেইল, ভিডিও ভাইরাল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কুমিল্লা থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী

১৫০ আসনের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের এমপি

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ