হোম > সারা দেশ > বরিশাল

উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড

বরিশাল অফিস

বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সাহেবের চর-কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে উত্তেজিত জনতা। ফলে উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

শনিবার দুপুরের দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচরে উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিবকে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটে। উপদেষ্টা আসার আগেই অনুষ্ঠানস্থলের চেয়ার, ব্রিজের নামফলক ইত্যাদি ভেঙে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজটি উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তবে তিনি অনুষ্ঠানস্থলে আসার আগেই উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় পুলিশ প্রশাসন অনেকটা নীরবতা পালন করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আড়িয়াল খাঁ নদের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণকাজ চলমান রয়েছে। ব্রিজের নির্মাণকাজ শেষ না হওয়া সত্ত্বেও সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামকরণ করে সেতু উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

তারা আরো জানান, ব্রিজটি নির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত না দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। হামলা চালিয়ে ওই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় স্থানীয়রা।

এ বিষয়ে মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম আমার দেশকে বলেন, উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি। ফলে ব্রিজটির উদ্বোধন করা হয়নি। তিনি বলেন, স্থানীয় লোকজন দাওয়াত না পেয়ে অভিমান করে মঞ্চ ও চেয়ারগুলো তছনছ করে।

চাইনিজ কুড়াল দিয়ে জামায়াত নেতাকে কোপাল ছাত্রলীগ কর্মী

ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা বাকশালি শাসন কায়েম করেছিল

সাঘাটায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বিহারে হামলা–ভাঙচুর, গ্রেপ্তার ৩

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নৌবাহিনীর অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ