হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়ায় বন্ধ ৭ নম্বর ফেরিঘাট, যানবাহন পারাপারে ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে তীব্র নাব্য সংকট দেখা দেওয়ায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নদীতে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা সূত্র জানায়, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় ৭ নম্বর ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

ঘাট সংশ্লিষ্টরা জানান, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ড্রেজিং কাজ সম্পন্নের লক্ষ্যে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর ফলে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনকে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ৭ টি ফেরিঘাটের মধ্যে দীর্ঘদিন ধরে ১, ২, ৫ ও ৬ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। এর আগে ড্রেজিং কার্যক্রমের জন্য প্রায় দুই মাস এই ঘাটটি বন্ধ ছিল। বর্তমানে কেবল ৩ ও ৪ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরি চলাচল চালু রয়েছে।

এদিকে যাত্রী ও চালকরা অভিযোগ করে বলেন, প্রতি বছর নাব্য সংকটের কারণে ফেরি চলাচলে বারবার বিঘ্ন ঘটে। এতে সময় ও অর্থ—দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নৌরুটে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিকল্পিত ও নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করার দাবি জানান।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন, গতকাল সকাল থেকে ৭ নম্বর ফেরিঘাটে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় ঘাটটি বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ এটি পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে ভালো বলতে পারবেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রমের কারণে শনিবার সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ড্রেজিং শেষ হলে পুনরায় ফেরিঘাটটি চালু করা হবে।

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিজয় দিবসের আয়োজনে উপেক্ষিত ইসলামি সংস্কৃতি

কারখানা আবিষ্কারের দাবি সঠিক নয়, বিএনসিসির জন্য তৈরি হচ্ছিল ডামি অস্ত্র

আমি এখন কি নিয়ে বাঁচবো, মেয়ে আর বাবা ডাকতে পারবে না

জামায়াত নিয়ে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ইসকনের

ভারতের গোলামী থেকে ছাত্ররাই দেশকে মুক্ত করেছে: হান্নান মাসউদ

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আমার দেশ-এর কুমিল্লা প্রতিনিধি হাসানের বাবার ইন্তেকাল

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মোংলায় এনসিপির বিক্ষোভ