হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আমার দেশের দুই সাংবাদিকের ওপর হামলায় মামলা

খুলনা ব্যুরো

খুলনায় আমার দেশের ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলায় মামলা হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে এহতেশামুল হক শাওন সোনাডাঙ্গা থানায় এ মামলা করেন। মামলায় এক আসামির নাম উল্লেখসহ ১০/১২ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সংবাদের তথ্য যাচাইয়ের জন্য শনিবার বিপ্লব আবিরকে ফোন করেন তিনি। কথোপকথনের এক পর্যায়ে আসামি তাকে সাক্ষাতের জন্য নগরীর শিববাড়ি মোড়ে যেতে অনুরোধ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে পত্রিকার স্টাফ রিপোর্টার মনিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ১০/১২ জন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তাদেরকে ঘিরে ফেলে মারপিট করে গুরুতর জখম করে। হামলার সময় সন্ত্রাসীরা জীবননাশের হুমকি দেয় এবং সাংবাদিক মনির পকেট থেকে সাড়ে ৮ হাজার টাকা কেড়ে নেয়। তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে নিউজ করার খায়েশ মিটিয়ে দেবে বলে হুমকি দিয়ে মাইক্রোবাস যোগে চলে যায়।

সংবাদ পেয়ে সাংবাদিক সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সোনডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, পুলিশ মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে। থানা পুলিশের একটি টিম মামলা নিয়ে কাজ করছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নড়াইলের ‘মাদক সম্রাজ্ঞী’ রিক্তা আটক

নোয়াখালীতে এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু

এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না: হাসনাত আবদুল্লাহ

দোলাকে মনোনয়ন না দিলে ধানের শীষ ভোট পাবে না

নবীনগরে জোড়া খুনের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোম ফারুক’ আটক

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে: আসিফ নজরুল

আ.লীগ-জাপা-১৪ দলকে ছাড়া নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী ‎

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১