হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে শঙ্কা দূর করতে হবে নির্বাচন কমিশনকে: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রাম ব্যুরো

সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার সকালে নগরীর জিইসি মোড়ের একটি অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত হতে চায়। নির্বাচন কমিশনকে এখন প্রমাণ করতে হবে যে তারা পারে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর এখন আস্থাহীনতা তৈরি হয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনা জরুরি। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাষ্ট্র–সমাজের স্থিতি ফিরবে না।

সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। তারা দুর্নীতি, নারী নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি, বিচারহীনতা-এসব সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক আচরণ, সামাজিক মূল্যবোধ ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের চট্টগ্রাম আমির মোহাম্মদ শাহজাহান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক সিকান্দর খানসহ বিভিন্ন পেশার মানুষ।

সিলেট বিভাগের তিন জেলায় এনসিপির মনোনয়ন পেলেন ৫ জন

বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

ভাঙ্গায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

একটি দল মনে করে ভোটের আগেই তারা ক্ষমতায় চলে গেছে

ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ভালোবাসা স্বরূপ জামায়াতকে রুপার দাঁড়িপাল্লা উপহার

রংপুরে ২ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

জুলাই গণহত্যার আরো দুই মামলায় ৩৭৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

চরফ্যাশনে অতিরিক্ত পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান: দুলু