দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল দল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও তাদের জোট যেসব আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেসব আসনে দলের কোনো নেতা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেন— এমন স্পষ্ট নির্দেশনা ছিল কেন্দ্রীয় নেতৃত্বের। এই সিদ্ধান্ত অমান্য করেই সাবেক এমপি গিয়াসউদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। সোমবার তারা মনোনয়ন জমা দিয়েছিলেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নির্দেশনার বাইরে গিয়ে কেউ নির্বাচনী তৎপরতায় জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে— এ বিষয়ে আগে থেকেই সতর্ক করা ছিল। এরপরও দুই নেতা সিদ্ধান্ত অমান্য করায় কেন্দ্রীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
বহিষ্কারের পর এক প্রতিক্রিয়ায় শাহ আলম জানান, দল আমাকে বহিষ্কার করেছে, এটা নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু আজকে এমন একটি কষ্টের দিনে এ সিদ্ধান্তটা না নিলেও পারতো দল। আমাদের নেত্রীর মৃত্যুর দিনে বহিস্কার করায় ফতুল্লায় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।