হোম > সারা দেশ > খুলনা

সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ আ. লীগ নেতার

ওয়াজেদ খান ডবলু, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে জেলা পরিষদের ও ওয়াকফ সম্পত্তি দখল করে সেখানে মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দিয়ে মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি সালাম খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে আরো নতুন করে ১৬টি দোকান বরাদ্দ দেওয়া ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ।

কেশবপুর এসি (ল্যান্ড) অফিসের পেশকার ওহেদুজ্জামান বলেন, কেশবপুর পৌর শহরের মধ্যকুল গ্রামের মৃত রজবালী খার ছেলে পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম খান ওই এলাকায় যশোর-সাতক্ষীরা সড়ক সংলগ্ন জেলা পরিষদের জায়গা এবং ওয়াকফ এস্টেডের জমি জবরদখল করে সেখানে ১২টি পাকা দোকান ঘর নির্মাণ করে বরাদ্দ দিচ্ছেন। ইতোমধ্যে ১০টি দোকান ঘরের নির্মাণকাজ শেষ করে এক একটি ঘরের জন্য তিন লাখ টাকা করে ৩০ লাখ টাকা অগ্রিম নিয়ে মোটর গ্যারেজ ও পার্সের দোকান ভাড়া দেওয়া হয়েছে। পরবর্তীকালে এসব দোকানের উত্তর পাশে একইভাবে জায়গা দখল করে আরো নতুন করে ছয়টি দোকান তৈরি করছেন। এ ছয়টি দোকান ভাড়া দিতে তিনি আরো ১৮ লাখ টাকা অগ্রিম নিয়েছেন বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শনসহ দোকান নির্মাণের কাজ বন্ধ করে দেন।

সূত্র জানায়, জেলার ওয়াকফ জমি দেখভালের দায়িত্ব যশোর জেলা প্রশাসকের। তিনি এ এস্টেটের সভাপতি এবং ওই কমিটির সদস্য উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এসব মূল্যবান সম্পত্তি ঠিকমতো দেখভাল না করায় তা দিনদিন বেদখল হয়ে যাচ্ছে। মধ্যকুল খানপাড়া জামে মসজিদটি এলাকার লোকজনের দানের ওপর পরিচালিত হয়। ওইসব সম্পত্তির আয় সালাম গংরা ভোগ করে। এলাকার মুসল্লিরা মসজিদের মূল্যবান (ওয়াকফ) সম্পত্তি উদ্ধার করে সরকারি হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, সালাম খান ও আসলাম খান জেলা পরিষদ ও ওয়াকফ এস্টেটের বহু সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে তারা সেখানে দোকান বরাদ্দ দিয়ে আসছে। এ খবর পেয়ে নতুন করে নির্মাণাধীন ছয়টি দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের পরবর্তী নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭১, আর ২৪ সালে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি: হাসনাত আব্দুল্লাহ

শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল

করবাড়িতে ভিড় বাড়ছে পাখিপ্রেমীদের

দৌলতপুর সীমান্ত দিয়ে আসছে মাদক ও অস্ত্র

সীমান্তে ভারতীয় নারীর লাশ দেখতে পেলেন বাংলাদেশি স্বজনরা

৪২ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন অজতি কৃষ্ণ

ফেনীতে এনসিপির ৬৭ সদস্যের আহবায়ক কমিটি

বরগুনায় ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া-ডায়রিয়া

এবার যদি ভুল করেন তাহলে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে