হোম > সারা দেশ > রংপুর

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

রংপুর অফিস

চলতি বছরের নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

বুধবার সম্মিলিত ছাত্র-জনতা রংপুরের উদ্যোগে নগরীর জিলা স্কুল মোড়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাহির ফয়সাল এবং সঞ্চালনা করেন মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির।

এ সময় তিস্তা বাঁচাও জীবন বাঁচাও, বিদেশি নয় দেশের স্বার্থ আগে, তিস্তা নিয়ে ষড়যন্ত্র বন্ধ হোক। দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রায়হান সিরাজী, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শের ই খোদা আসাদুল্লাহ, মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, মুখপাত্র রিফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা। একই দাবিতে আগামী ৩০ অক্টোবর রংপুর বিভাগ জুড়ে স্তব্ধ কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

তারা আরো বলেন, তিস্তাকে ভারত ওয়াটার ইউপন হিসেবে ব্যবহার করে আসছে। শুষ্ক মৌসুমে যখন পানি প্রয়োজন তখন বাঁধ দিয়ে তারা পানি আটকে রাখছে, দেশের মানুষ চাষাবাদ করতে পারছে না। আবার বর্ষাকালে পানি ছেড়ে দিচ্ছে, ফলে বৃষ্টি না হলেও বাংলাদেশের বেশকিছু এলাকা প্লাবিত হচ্ছে। এটা আর হতে দেওয়া যাবে না। এ অবস্থায় সরকারের নেওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর দেরি না করার আহ্বান জানান তারা।

কেরানীগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ দোকানের উচ্ছেদ

আলোকায়ন প্রকল্পের কেনাকাটায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি

প্রত্যাশা পূরণ হওয়ায় আগ্রাবাদে ঈদের আনন্দ

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চলাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটিতে যুবলীগ নেতা

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাঘাটায় নদী ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড