হোম > সারা দেশ

গফরগাঁওয়ে বিএনপি নেতার উঠান বৈঠক অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে একদিনে তিন স্থানে উঠান বৈঠক করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে ও বিকেলে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বলাইবাড়ি ও লংগাইর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অসংখ্য নারী-পুরুষসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

বিএনপির উঠান বৈঠক চলাকালে জান্নাতুল ফেরদৌস ও সানজিদা আক্তার নামে দুই নারী দাঁড়িয়ে বললেন, “আপনি বিনামূল্যে মানুষকে চিকিৎসা ও অপারেশন করে দিয়ে গফরগাঁওয়ে গরিবের ডা. হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তবে আমার প্রশ্ন আপনি এমপি হলে নারী শিক্ষার ক্ষেত্রে কী ভূমিকা রাখবেন?” এমন প্রশ্নে তাৎক্ষণিক ওই নারীর প্রশ্নের উত্তর দেন ও প্রশংসা করেন ডা. মোফাখখারুল ইসলাম রানা।

উঠান বৈঠকে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি শেখ মো. ইসহাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. হামিদ শেখ, বিএনপি নেতা আবুল ফারুক, আবুল কালাম, হাজী সাত্তার, আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আ. আজিজ সাদেক, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ, সাবেক ছাত্রনেতা রকিব মন্ডল, মুক্তার হোসেন প্রমুখ।

ইতালিতে লোক পাঠানো নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২৫

যারা হত্যা-ভাঙচুর, লুটপাট করেছে তাদের ঠাঁই গফরগাঁওয়ে হবে না

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর পদপ্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন

বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

বিএনপি নেতাকে প্রার্থী করার দাবিতে ২০ কিলোমিটার মানববন্ধন

নবীনগরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনসমাবেশ

যারা ভোটারদের ধোঁকা দেয় তাদেরকে ভোট দিবেন না: গণফোরাম প্রার্থী

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

নাকে খত দিয়ে তওবা করতে বলায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নেতাদের সংবাদ সম্মেলন