বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী জিএম সিরাজ
বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে এদেশে ইসলাম বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল। ভারতীয় চিন্তা চেতনার বিকাশ ঘটিয়েছিল।
তিনি বলেন, বিনা ভোটের সরকারের ১৭ বছরের আমল ছিলো বাঙালী ও বাংলাদেশী মানুষের জন্য দুঃসময় ও কষ্টের। মুসলমানদের এদেশে আলেম সমাজ নিগৃহীত হয়েছেন, অসম্মানিত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।
বুধবার বগুড়ার ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার হেফজ বিভাগ ভবনের তৃতীয় তলার নির্মাণকাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ফয়জুল্লাহ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বগুড়া জেলা জিয়া পরিষদের সহসভাপতি আলহাজ¦ হায়দার আলী হিন্দোল, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, পৌর বিএনপি নেতা শামছ উদ্দিন মল্লিক দুলাল ও বেলাল হোসেন খাঁন।
মতবিনিময় সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ওলামায়ে কেরাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।