হোম > সারা দেশ > রংপুর

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাটগ্রামে বিএনপি ও জামায়াতকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমাদানের আগে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে লালমনিরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের প্রতিনিধিকে ২০ হাজার ও জামায়াতের প্রার্থীর আনোয়ারুল ইসলাম রাজু প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের বাসভবনের সামনে মনোনয়নপত্র জমা দানের আগে অধিক লোক সমাগম করায় ২০ হাজার টাকা ও জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর প্রতিনিধি জগতবেড় ইউনিয়নে দলের প্রতীক দিয়ে প্রচারণার সময় ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ এর ৯ এর (ঘ) ধারায় অধিক লোক সমাগম করায় রাজনৈতিক দল বিএনপিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের পক্ষে উপজেলা প্রতিনিধি জরিমানা পরিশোধ করেন। এদিকে জামায়াতের প্রার্থীর প্রতীক নিয়ে প্রচারণা করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । তাদের পক্ষে জামায়াতের জগতবেড় ইউনিয়ন প্রতিনিধি জরিমানা পরিশোধ করেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী জানান, আচরণবিধি লঙ্ঘন করায় রাজনৈতিক দল বিএনপিকে ২০ হাজার টাকা ও জামায়াতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দলের পক্ষে তাদের সদস্য এ জরিমানা পরিশোধ করেন।

ঢাকা-২০ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে যৌথবাহিনীর হাতে আটক

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন হাসনাত আব্দুল্লাহ

একই আসনে ভিন্ন দলে বাবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন হান্নান মাসুদ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গিয়াস ও শাহ আলমকে বিএনপি থেকে বহিষ্কার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

অজ্ঞান পার্টির হোতা ‘স্প্রে বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

মাদরাসা সুপারের গাফিলতিতে বৃত্তির স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপ‌তি মারা গেছেন

নেত্রকোনা-৪ আসনে স্বামী-স্ত্রী উভয়ই সংসদ সদস্য প্রার্থী