হোম > সারা দেশ > খুলনা

জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদা দেওয়া লাগবে না: রুহুল আমিন

উপজেলা প্রতিনিধি, জীবননগর (চুয়াডাঙ্গা)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বলেছেন, ধনীদের চেয়ে গরিবরা ৫০০ বছর আগে জান্নাতে যাবে। কারণ তাদের হিসাব সহজ হবে। তারা কারো টাকা মেরে খায় না। সুদ, ঘুস খাওয়ারও সুযোগ নেই তাদের। সৎ পথে আয় এবং ব্যয় করে আল্লাহর দেখানো পথেই তারা জীবন পার করেন। জামায়াত ক্ষমতায় গেলে কোনো কাজের জন্য চাঁদা দেওয়া লাগবে না বলেও জানান তিনি।

শনিবার জেলার জীবননগর থানার ভ্যান, ইজিবাইক, করিমন চালকদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন আরো বলেন, আমাদের সমাজে গরিবদের ঘুস-সুদ দিতে হয়। কারণ ধনীরা সুদের বিনিময়ে গরিবদের টাকা দিয়ে থাকে। ভ্যান, ইজিবাইক কেনার জন্য গরিবদের এই টাকা নিতে হয়। এ সময় তিনি জাকাতের গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহ তায়ালা প্রদত্ত এ অর্থনৈতিক ব্যবস্থাপনায় ধনীদের সম্পত্তিতে গরিবদের হক রাখা হয়েছে। এতে গরিবরা স্বাবলম্বী হবেন।

জেলা জামায়াতের আমির বলেন, আল্লাহর বিধান সব ধর্মের মানুষের জন্য কল্যাণকর। এটা যদি মেনে নেওয়া যায়, তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। কিন্তু আমরা একে অন্যের ক্ষতির চেষ্টা করি।

রুহুল আমিন বলেন, ঠিকাদারদের বিভিন্ন চাঁদা দিতে হয়। ফলে বাজেট অনুযায়ী তারা রাস্তা নির্মাণ করতে পারেন না। জামায়াত ক্ষমতায় গেলে ঠিকাদারদের চাঁদা দেওয়া লাগবে না। ফলে রাস্তাঘাট সঠিকভাবে তৈরি হবে।

জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল হোসেন প্রমুখ।

খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ, নীরব সরকার

ওরা এখন কাকে বলবে রুটি-সস এনে দাও

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

অন্তত ২৭ পদ দখল: বিএনপি নয়, এ যেন আ.লীগের কমিটি

তুচ্ছ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

জুলাই আন্দোলনে গলায় স্প্লিন্টারে আহত সালাউদ্দিনের মৃত্যু

‘মঞ্চে ছাত্রলীগ-জামায়াত’-নিয়ে সারজিসকে প্রশ্ন, বাগ্বিতণ্ডা-হট্টগোল

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো: সারজিস আলম

চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি