হোম > সারা দেশ > খুলনা

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল

বেনাপোল প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরের শার্শা উপজেলায় বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে শার্শা বাজার এলাকা মুখরিত করে তোলেন। এ সময় তারেক জিয়া আসছে ,বাংলাদেশ হাসছে, তারেক রহমানের আগমনে গণতন্ত্রের বিজয়সহ বিভিন্ন স্লোগানে শার্শা বাজার প্রকম্পিত হয়ে ওঠে।

মিছিলটি শার্শা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শার্শা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খয়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বরণ করে নিতে শার্শা উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

হিন্দুদের পাশে জামায়াত অতীতেও ছিল, আগামীতেও থাকবে

আমজনতার দলের সদস্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ আ.লীগ নেতার

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন

পিস্তল হাতে তরুণ-তরুণীকে ছাত্রদল নেতার ব্ল্যাকমেইল, ভিডিও ভাইরাল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কুমিল্লা থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী

১৫০ আসনের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের এমপি

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন