হোম > জাতীয়

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

স্টাফ রিপোর্টার

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম। ফলে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শিগগিরই শুরু হচ্ছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করার প্রজ্ঞাপন সরকার স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগের মতোই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে।

সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিলো। এর মাধ্যমে সেখানে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়।

গত ১৩ অক্টোবর রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে সরাসরি আকাশপথে সংযোগের পরিকল্পনা ছিল সরকারের।

নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেয়াদোত্তীর্ণ ছাড়পত্রে নিয়োগের অভিযোগ

খুনের রাজ্য তৈরি করেন আসাদুজ্জামান নূর

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

ডাকসু নিয়ে এতটা কল্পনাও করিনি: এস এম ফরহাদ

আজ রাতে নিষেধাজ্ঞা শেষ, নদীতে নামতে প্রস্তুত দৌলতখানের জেলেরা

জামায়াতের অফিস ভাঙচুর মামলায় কারাগারে সাংবাদিক

জামায়াত নয় মদীনার ইসলামকে সাপোর্ট করি: মুফতি মনির কাসেমী

মতলবে চার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন মা

জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোট

‘নির্বাচনে শামীমকে ধানের শীষ না দিলে ১০ মিনিট টিকতে পারবেন না’