হোম > সারা দেশ > খুলনা

আটক ৩১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

দীর্ঘ প্রক্রিয়া শেষে ভারতে আটক থাকা ৩১ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর (আইসিপি) সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের ফেরত দেওয়া হয়।

বিজিবি ও বিএসএফের মধ্যে শনিবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে-৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নিজ নিজ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। আদালতের নির্দেশে কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

তিনি আরো জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে তিনটি শিশু, ১৩ জন পুরুষ এবং ১৫ নারী রয়েছে। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন আটক ছিল। আনুষ্ঠানিকতা শেষে দর্শনা সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সীমান্তে টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে বলে জানায় বিজিবি।

খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ, নীরব সরকার

ওরা এখন কাকে বলবে রুটি-সস এনে দাও

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

অন্তত ২৭ পদ দখল: বিএনপি নয়, এ যেন আ.লীগের কমিটি

তুচ্ছ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

জুলাই আন্দোলনে গলায় স্প্লিন্টারে আহত সালাউদ্দিনের মৃত্যু

‘মঞ্চে ছাত্রলীগ-জামায়াত’-নিয়ে সারজিসকে প্রশ্ন, বাগ্বিতণ্ডা-হট্টগোল

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো: সারজিস আলম

চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি